Advertisements
তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোন্টি তরলের নিজস্ব ধর্ম ও কেন ? মধ্যে সম্পর্ক কী?
Ans:
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হল তরলটির নিজস্ব ধর্ম। কারণ তরলের আপাত প্রসারণ পাত্রের প্রসারণের ওপর সরাসরি নির্ভরশীল। একই তরল সমপরিমাণে বিভিন্ন উপাদানের পাত্রে রেখে উন্নতা বৃদ্ধি ঘটিয়ে তার প্রসারণ পরিমাপ করা হলে পাত্রভেদে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হবে। কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকবে। কারণ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদান নিরপেক্ষ। তাই যে পাত্রেই রাখা হোক না কেন, নির্দিষ্ট উন্নতায় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নির্দিষ্ট।
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক = তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক + পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক।

0 Comments