Advertisements
বাগানের মালিরা চারাগাছের স্থানান্তরণ বিকালে করে কেন?
Ans:
চারাগাছ যখন স্থানান্তর করা হয় তখন গাছটিকে তার জলের উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়। গাছ রোপণের পর নতুন স্থানে জলের উৎসের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কিছুটা সময়ের প্রয়োজন। বিকালে গাছ রোপণ করলে গাছের বাষ্পমোচন না হওয়ায় গাছটির দেহে সঞ্চিত জল নিয়ে বেঁচে থাকতে পারে। দিনের বেলায় গাছ লাগালে বাষ্পমোচন হয়ে গাছটির জল কমে গিয়ে গাছটির মৃত্যু হতে পারে।

0 Comments