Advertisements
কেইশোন পীড়া কি?
Ans:
→ জলের নীচে কাজ করার জন্য কোন লোককে জলাভেদ্য করে (caisson chamber) উচ্চ বায়ুচাপে কাজ করার পর তাকে স্বাভাবিক বায়ুচাপে নিয়ে আসলে তার মধ্যে যে সব পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় তাকে কেইশোন পীড়া (caisson disease) বলে। এই পীড়ার উপসর্গগুলি হ'ল-দেহ-সন্ধিতে ব্যাথা, মৃদু হৃদস্পন্দন, পায়ের পক্ষাবাত, হাত পা গুটিয়ে রাখার প্রবণতা, চেতনা লোপ ইত্যাদি।
0 Comments