Advertisements
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য কি?
Ans:
অন্তঃক্ষরা গ্রন্থির করণ সরাসরি রক্তে মেশে, নালীপথে গ্রন্থির বাইরে আসে না। অপরপক্ষে, বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নালীপথে গ্রন্থির বাইরে আসে। পিটাইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল ইত্যাদি অন্তঃক্ষরা গ্রন্থি এবং লালাগ্রন্থি, যকৃৎ ইত্যাদি বহিঃক্ষরা গ্রন্থি।
0 Comments