Advertisements
অম্লবৃষ্টি (Acid Rain) কী ?
Ans:
» মোটরগাড়ি, তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা, ধাতু নিষ্কাশন কেন্দ্র, তৈল শোধনাগার ইত্যাদিতে জ্বালানি তেল বা কয়লার দহনের ফলে প্রচুর পরিমাণ সালফার, নাইট্রোজেন ও কার্বনের অক্সাইডসমূহ (যেমন—NO2, SO2, CO2, ইত্যাদি) বায়ুমণ্ডলে মেশে। এই অক্সাইডগুলি বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড (H2SO4, HNO3, H2CO3) ইত্যাদি উৎপন্ন করে। উৎপন্ন অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে পৃথিবীপৃষ্ঠে অম্লবৃষ্টি রূপে নেমে আসে।
0 Comments