Advertisements
জাতীয় পার্ক, বন্যপ্রাণী স্যাংচুয়ারী এবং সংরক্ষিত অরণ্য বলতে কি বোঝ?
Ans:
জাতীয় পার্ক : এই প্রকার অরণ্য সকল পর্যটকদের জন্য উন্মুক্ত, যদিও তা আইনের আওতায় সীমাবদ্ধ। কানহা, করবেট এই প্রকার অরণ্য।
→ বন্যপ্রাণী স্যাংচুয়ারী : এই প্রকার অরণ্যে পশু বধ, পশু শিকার, পশু-পাখি ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জনসাধারণের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ। সুন্দরবন, কাজিরাঙা, গির এই প্রকারের অরণ্য।
→ সংরক্ষিত অরণ্য: এই প্রকার অরণ্য Indian Forest Act এবং অন্যান্য বাহ বন আইনের আওতায় সংরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গের গরুমারা এই রকম সংরক্ষিত বন।

0 Comments