Advertisements
হরমোনের বৈশিষ্ট্য
Ans:
(i) হরমোন প্রোটিন, স্টেরয়েড বা অ্যামিনোধর্মী জৈব রাসায়নিক পদার্থ, যা উৎপত্তিস্থল থেকে দূরে দেহের অন্য কোষে তার ক্রিয়া বিস্তার করে।
(ii)হরমোন অল্প মাত্রায় এবং অল্প ঘনত্বে কার্যকর, কিন্তু এর ফল দীর্ঘস্থায়ী।
(iii) হরমোন জৈব অনুঘটক হিসেবে কাজ করে, কিন্তু কাজের শেষে হরমোন বিনষ্ট হয়ে দেহ থেকে বের হয়ে যায়।
(iv) হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়সাধক হিসেবে কাজ করে।

0 Comments