Advertisements
ঠান্ডা লড়াই-এর আদর্শগত ভিত্তি কী ছিল?
উত্তরঃরাজনীতি বিশেষজ্ঞদের মতে, আদর্শগত কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বি-মেরুকরণ' ও ঠাণ্ডা লড়াই-এর সৃষ্টি হয়েছিল। এর একদিকে ছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন কর্তৃক সাম্যবাদ প্রসারের একান্ত প্রয়াস। অপরদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সাম্যবাদের প্রসাররোধ করার চেষ্টা।

0 Comments