Advertisements
ফুলটন স্পিচ' বা 'ফুলটন বক্তৃতা' কী?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ই এপ্রিল ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফুলটনে ওয়েস্টমিনস্টার কলেজে প্রদত্ত এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব ইউরোপে সোভিয়েত আগ্রাসন সম্পর্কে সতর্ক করে দেন এবং এ ব্যাপারে ইপা মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তাব করেন। চার্চিলের এই ভাষণ ফুলটন বক্তৃতা ( Fulton Speech) নামে খ্যাত।

0 Comments