Advertisements
বন্দুক থেকে গুলি ছুড়লে, বন্দুকটি পিছনের দিকে হটে যায় কেন?
বন্দুক থেকে গুলি বেরোনোর জন্য বন্দুকটি গুলির ওপর বল প্রয়োগ করে যার সাহায্যে গুলি সামনের দিক ছুটে যায়। এক্ষেত্রে গুলিটিও বিপরীত ক্রমে বন্দুকের ওপর প্রতিক্রিয়া বল (ক্রিয়া বলের সমমানের) প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের দরুণ বন্দুকটি পিছনে হটে যায়।
0 Comments