Advertisements
ছত্রাকের বৈশিষ্ট্য
(i) এদের দেহে ক্লোরোফিল নেই, ফলে খাদ্য উৎপাদনে অক্ষম।
(ii) এরা সমাঙ্গদেহী থ্যালোফাইটভুক্ত উদ্ভিদ।
(iii) মৃতজীবী বা পরজীবী বা মিথোজীবী হিসাবে বসবাস করে।
(iv) এদের দেহ লম্বা সূত্রাকার অনুসূত্র দ্বারা গঠিত।
(v) অনুসূত্রগুলি শাখা-প্রশাখাযুক্ত হয়ে মাইসেলিয়াম গঠন করে।
(vi) কোষ প্রাচীরে কাইটিন বিদ্যমান।
(vii) সঞ্চিত খাদ্য হিসাবে ফ্যাট বা গ্লাইকোজেন থাকে।
(viii) অঙ্গজ, যৌন ও অযৌন জননের মাধ্যমে এরা বংশবিস্তার করে।
0 Comments