Advertisements
ঠান্ডা লড়াই বলতে কী বোঝ? •
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিমি গণতান্ত্রিক দেশগুলি এবং অপরদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সাম্যবাদী দেশগুলি জোট বেঁধেছিল। বিশ্ব রাজনীতির ওপর কর্তৃত্ব করতে এই দুটি জোটই সচেষ্ট ছিল। ফলে এই দুই জোটের মধ্যে প্রবল প্রতিযোগিতা আরস্ত হয়। যুদ্ধ না হয়েও দীর্ঘমুখী প্রতিযোগিতায় যে যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল, তাকেই বলা হয় ঠান্ডা লড়াই।
0 Comments