ভাইরাসের গঠন বর্ণনা কর।
Ans.: ভাইরাসের গঠন
একটি সম্পূর্ণ ভাইরাসকে ভিরিয়ন (Virion) বলে। ভাইরাসের দেহ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত—বহিরাবরণ বা ক্যাপসিড (Capsid) এবং ক্যাপসিড মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড (DNA অথবা RNA) বা নিউক্লিওয়েড।
1. ক্যাপসিড : এটি প্রোটিন দ্বারা গঠিত। ক্যাপসিড কতকগুলি ক্যাপসোমিয়ার নামক উপ-একক দ্বারা গঠিত। কোন কোন ভাইরাসের ক্যাপসিডের বাইরের দিকে আবার একটি আবরণ থাকে। এই আবরণ লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, এদের লিপোভাইরাসও বলে। কোন কোন ভাইরাসের বহিরাবরণীতে প্রোটিন ছাড়াও শর্করা, স্নেহপদার্থ, রাইবোফ্লেভিন, বায়োটিন ও তামা থাকে।
কাজ: (i) নিউক্লিক অ্যাসিডকে বা নিউক্লিওয়েডকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে।
(ii) নিউক্লিক অ্যাসিডকে পোষক কোষের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে।
2. নিউক্লিওয়েড ক্যাপসিড মধ্যস্থ অংশকে নিউক্লিওয়েড বলে। এটি DNA অথবা RNA দ্বারা গঠিত। সাধারণত উদ্ভিদ ভাইরাসে RNA এবং প্রাণী ভাইরাসে DNA থাকে।
0 Comments