Advertisements
ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য (i) ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু।
(ii) ভাইরাস অকোষীয়।
(iii) ভাইরাসের দেহ নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত।
(iv) ভাইরাস কেবল সজীব পোষককোষে প্রজননক্ষম।
(v) ভাইরাস পূর্ণ পরজীবী।
(vi) ভাইরাস ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান।
(vii) ভাইরাসের ভেতর DNA অথবা RNA থাকে।
viii) ভাইরাস ব্যাক্টিরিয়া ফিল্টারে পরিস্রাব্য।
(ix) ভাইরাস বিভাজিত হয় না। প্রতিলিপি গঠনের মাধ্যমে বংশবিস্তার করে।
(x) ভাইরাস ক্যাপসিড ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত।
0 Comments