Advertisements
বোদের গঠন প্রক্রিয়া
মাটিতে বিভিন্ন প্রকার জৈব পদার্থ মেশার পর সেগুলির কিছু অংশ বিভিন্ন ধরনের মৃতজীবী জীবাণু দ্বারা বিয়োজিত হয় (যেমন – প্রোটিন, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি)। আবার, কিছু কিছু অংশ (যেমন—মোম, লিগনিন, রজন ইত্যাদি) অবিয়োজিত অবস্থায় থেকে যায়। জৈব পদার্থের এই অবিয়োজিত অংশই হল হিউমাস বা বোদ।
0 Comments