Ad Code

রক্তের প্রধান কাজগুলি উল্লেখ কর।




Advertisements

 রক্তের প্রধান কাজগুলি উল্লেখ কর।

Ans:

রক্তের প্রধান কাজ

(i) পুষ্টিদ্রব্যের পরিবহন পরিপাকের ফলে উদ্ভূত সরল খাদ্য উপাদান, ভিটামিন, খনিজ লবণ ও জল অস্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছয়।

(ii) গ্যাসের পরিবহনরক্ত শ্বাসঅঙ্গ থেকে অক্সিজেন কলাকোষে এবং কলাকোষ থেকে কার্বন ডাই-অক্সাইড শ্বাসঅঙ্গে বহন করে।

(iii) হরমোনের পরিবহন দেহের বিভিন্ন অস্তঃক্ষরা গ্রন্থির কোন নালী না থাকায় তাদের ক্ষরণ (হরমোন) পদার্থ রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে নীত হয়। 

(iv) রেচন পদার্থের অপসারণ দেহের বিভিন্ন কলাকোষে উৎপন্ন রেচন পদার্থসমূহ রক্তের মাধ্যমে রেচন অঙ্গে পৌঁছয়।

(v) দেহের সুরক্ষা দেহে রোগজীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেতকণিকার দ্বারা তা ধ্বংসপ্রাপ্ত হয়।

 (vi) অম্ল ও ক্ষারের সমতারক্তে উপস্থিত বিভিন্ন বাফার' বিপাক ক্রিয়ার উৎপন্ন বিভিন্ন অম্ল ও ক্ষারের প্রশমন ঘটিয়ে দেহের অম্ল ও ক্ষারের সমতা আনে।

 (vii) জলসাম্যের নিয়ন্ত্রণ ও রক্তরস ও কলারসের মধ্যে জল বিনিময়ের মাধ্যমে জলের সমতা নিয়ন্ত্রিত হয়। 

(viii) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।

(ix) রক্তচাপ নিয়ন্ত্রণ : রক্তের সান্দ্রতা ও রক্তের মোট পরিমাণ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে।

(x) রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ঃ রক্ততঞ্চনের মাধ্যমে রক্তপাত বন্ধ হয়। 

(xi) প্রোটিনের সঞ্চয়ভাণ্ডার : রক্তরসের প্রোটিন প্রয়োজনে কলাকোষীয় প্রোটিনের সঞ্চয়ভাণ্ডার হিসাবে কাজ করে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments