Advertisements
সক্রিয় পরিবহনে বাহকের ভূমিকা উল্লেখ কর?
Ans:
→ সক্রিয় পরিবহনে বাহকের ভূমিকা উল্লেখযোগ্য। যে পদার্থটি (S) সক্রিয় পরিবহনের মাধ্যমে কোষে প্রবেশ করবে, তা প্রথমে কোষঝিল্লির উপরিতলে এসে বাহকের (C) সাথে যুক্ত হয়। এরপর পদার্থ-বাহক সংযুক্তি (CS) কোষঝিল্লির অন্তঃস্থতলে আসে। এরপর পদার্থটি বাহক থেকে পৃথক হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং বাহক পুনরায় উপরিতলে ফিরে আসে।

0 Comments