Ad Code

প্রতিবর্ত ক্রিয়া কত প্রকার ও কী বিস্তারিত আলোচনা কর




Advertisements

 প্রতিবর্ত ক্রিয়ার কত প্রকার ?

Ans:

প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ:

 বিজ্ঞানী ইভ্যান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে দুভাগে ভাগ করেছেন, যথা— 

1. সহজাত বা unconditioned এবং 2. অর্জিত বা conditioned। এছাড়া উৎপত্তি অনুসারে প্রতিবর্ত ক্রিয়াকে আরও দুভাগে ভাগ করা যায়, যথা—1. সরল প্রতিবর্ত ক্রিয়া এবং 2. জটিল প্রতিবর্ত ক্রিয়া।


1. সহজাত প্রতিবর্ত ক্রিয়া : যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মগত এবং কোন শর্তাধীন নয়, তাদের সহজাত প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন—শিশুর জন্মের পর স্তন পান করা, সুস্বাদু খাদ্যের ঘ্রাণে লালা নিঃসরণ হওয়া ইত্যাদি। এই সহজাত প্রতিবর্ত ক্রিয়া আবার সুপারফিসিয়াল, ডিপ ও ভিসেরাল—এই তিন ভাগে বিভক্ত।


2. অর্জিত প্রতিবর্ত ক্রিয়া : যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয়, বারবার অভ্যাসের ফলে অর্জিত হয় এবং যা শর্ত সাপেক্ষ, তাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন—শিশুদের হাঁটতে শেখা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা, সময়মতো ঘুমানো ইত্যাদি।

উৎপত্তি অনুসারে প্রতিবর্ত ক্রিয়ার দুটি ভাগ হল—


1. সরল প্রতিবর্ত ক্রিয়া : যেসব প্রতিবর্ত ক্রিয়া কেবল সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাদের সরল প্রতিবর্ত ক্রিয়া বলে। সরল প্রতিবর্ত ক্রিয়া একসন্ধি বা মনোসাইন্যাপটিক, যেমন—

কোন গরম পাত্রে হাত লাগলে হাত তৎক্ষণাৎ দূরে সরে যায়।

2. জটিল প্রতিবর্ত ক্রিয়া : যেসব প্রতিবর্ত ক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সুষুম্নাকাণ্ড ছাড়াও মস্তিষ্কের সাহায্যের প্রয়োজন হয়, তাদের জটিল প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন—সাইকেল চালানো, ব্যাঙের শিকার ধরা ইত্যাদি।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments