Advertisements
নিম্নলিখিত বস্তু পাচিত হলে সৃষ্ট বস্তুগুলি কি হবে?
প্রোটিন, ফ্যাট, শ্বেতসার, মলটোজ বা মল্টশকরা, সুক্রোজ বা ইক্ষু শর্করা, ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা।
প্রোটিন → অ্যামাইনো অ্যাসিড।
ফ্যাট - ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল।
শ্বেতসার - মলটোজ।
মল্ট শর্করা - গ্লুকোজ
ইক্ষু শর্করা → গ্লুকোজ ও ফ্রুক্টোজ।
দুগ্ধ শর্করা→ গ্লুকোজ ও গ্যালাকটোজ।

0 Comments