Advertisements
ঘাত কাকে বলে ?
কোনো তলের সমগ্র ক্ষেত্রফলের ওপর কোনো ব্যক্তি বা বস্তু মোট যে বল প্রয়োগ করে, তাকে ঘাত বলা হয়। যেমন, কোনো পাত্রে তরল পদার্থ রাখলে, পাত্রের তলার সমগ্র ক্ষেত্রফলে তরল পদার্থের ওজনজনিত যে-বল প্রযুক্ত হয়, সেই বলটি তরলের ঘাত।

0 Comments