শ্বসনকে অপচিতিমূলক প্রক্রিয়া কেন বলা হয় ?
উত্তর : শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে এবং উৎসেচকের সাহায্যে সরল উপাদানে রূপান্তরিত হয় ফলে কোশের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন কমে যায়। তাই শ্বসনকে অপচিতিমূলক প্রক্রিয়া বলে।
0 Comments