Advertisements
বিভাগ বা পর্ব কাকে বলে ?
উত্তর: এক বা একাধিক সম্পর্কযুক্ত শ্রেণি একত্রে হায়ারার্কিতে যে-বৃহৎ একক গঠন করে তাকে বিভাগ (Division) বা পর্ব (Phylum) বলে।
উদ্ভিদের শ্রেণিবিন্যাসে বিভাগ বা Division এককটি ব্যবহৃত হয়। অন্যদিকে প্রাণীদের শ্রেণিবিন্যাসে পর্ব বা Phylum এককটি ব্যবহার করা হয়।
0 Comments