Advertisements
গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ কী?
উঃ। পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে। যেমন ১৮৫০ থেকে ১৯০০ সালের মধ্যে বায়ুমণ্ডলের গড়ে তাপ বেড়েছে ০.৫° সে। আবার ১৯০০ থেকে ২০০ সালের মধ্যে ১° সে। সুতরাং প্রাকৃতিক পরিবেশ ক্রমশঃ গরম হয়ে উঠছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। সারা পৃথিবী জুরে উষ্ণতার ক্রমবর্ধমান বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘গ্লোবাল ওয়ার্মিং) (Global Warmning)।
0 Comments