Advertisements
সিসমোন্যাস্টিক চলন কি কারণে ঘটে ব্যাখ্যা
স্পর্শ, আঘাত এবং বায়ুপ্রবাহ ইত্যাদি উদ্দীপনার তীব্রতায় উদ্ভিদ-অঙ্গে রসস্ফীতিজনিত পরিবর্তনের ফলে যে-আবিষ্ট বক্ৰচলন সংঘটিত হয়, তাকে সিসমোন্যাস্টিক চলন বলে। লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে পত্র-বৃত্তের গোড়ায় অবস্থিত পালভিনির অভ্যন্তরে রসস্ফীতি চাপ কমে যায় কারণ স্পর্শ করা মাত্রই পালভিনি থেকে পাতার অন্য কোশগুলিতে জল পরিবাহিত হয়, তাই চাপ ক্রমশ কমতে থাকে। তাই স্পর্শ উদ্দীপনায় পত্রকগুলি ক্রমশ বন্ধ হয়ে যায় এবং সমগ্র পাতাটি নুয়ে পড়ে।

0 Comments