Advertisements
উদ্ভিদদেহের বাষ্পমোচন প্রক্রিয়াটিকে রেচন প্রকিয়া বলা যায় না কেন ?
উত্তর: বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হয়। যেহেতু বাষ্পমোচনে নির্গত জলীয় বাষ্প বিপাকীয় কাজের ফলে উৎপন্ন হয়, না তাই উদ্ভিদদেহের বাষ্পমোচন প্রক্রিয়াটিকে রেচন প্রক্রিয়া বলা যায় না।

0 Comments