Advertisements
আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলতে কী বােঝো?
উত্তর: যেসব উপাদানের গড় অবস্থা বিচার করে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করা হয়, সেগুলিকেই আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলে। যেমন - ১) বায়ুর উয়তা, ১) বায়ুর চাপ, ৩) বায়ুপ্রবাহ, ৪) বায়ুর আর্দ্রতা, ৫) মেঘ ও অধঃক্ষেপণ।
0 Comments