Advertisements
ডেঙ্গু রােগের লক্ষণগুলি লেখাে।
উত্তর: ডেঙ্গুর লক্ষণগুলি হল প্রবল জ্বর সঙ্গে মাথা যন্ত্রণা 2 গাঁটে গাঁটে ব্যথা, এই জন্য ডেকে ‘ব্রেক বােন ডিজিজ'ও বলা হয়; 3 পিঠে, হাতে, পায়ে র্যাশ দেখা যায়। মুখে ফুসকুড়ি, বমিভাব, ক্ষুধামান্দ্য; (৪ রক্তে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়।

0 Comments