Advertisements
প্রথম সূত্র :
বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে একই সরলরেখায় চলবে।
কোনাে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল
দ্বিতীয় সূত্র :
যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে।
তৃতীয় সূত্র :
প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
0 Comments