Advertisements
জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কাকে বলে ?
উত্তর: যেখানে কোনাে বিপন্ন প্রজাতি বা গােষ্ঠীর প্রাণী অথবা উদ্ভিদকে তাদের জীবনধারা অনুসারে সুদীর্ঘকাল ধরে সুরক্ষিত করা হয়, তাকে বায়ােস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল বলে। যেমন- পশ্চিমবঙ্গের সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল।
0 Comments