Advertisements
আন্তর্জাতিক তারিখরেখাকে কখনও কখনও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? অথবা, আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র ১৮০° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে নি কেন?
উত্তর : আন্তর্জাতিক তারিখরেখাকে মােটামুটিভাবে ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হলেও সাইবেরিয়ার উত্তর পূর্বাংশ এবং অ্যালুউশিয়ান, ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাকে অ্যালুউশিয়ান দ্বীপপুঞ্জের কাছে ১১° পূর্বে বাকিয়ে দেওয়া হয়েছে, না হলে একই দেশের আন্তর্জাতিক তারিখরেখার দুদিকে দুরকম সময় সূচিত হয়। এতে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হত।

0 Comments