Advertisements
অ্যাসিড বৃষ্টির প্রভাবে কী হয় ?
উত্তর- অ্যাসিড বৃষ্টি উভিদ ও প্রাণীকুলের ওপর নানাভাবে প্রভাব বিস্তার করে। যেমন—(1) অম্লবৃষ্টি জলাশয়কে দুষিত করে, এর ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে। ২) মানুষের চর্মরােগ দেখা দেয়। 3) মাটিকে দূষিত করে এবং মাটির উর্বরতা হ্রাস পায়। ৪) মারবেল পাথরে তৈরি মূর্তি, সৌধ (তাজমহল, ভিক্টোরিয়া), ইস্পাতের তৈরি ব্রিজের ক্ষতি হয়।
0 Comments