Advertisements
মানবদেহে ডিপথেরিয়া রােগের সংক্রমণ পদ্ধতি সংক্ষেপে লেখাে।
উত্তর: মানবদেহে ডিপথেরিয়া রােগের সংক্রমণ পদ্ধতি : ডিপথেরিয়া রােগ, রােগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শজনিত রোগ। ডিপথেরিয়া আক্রান্ত ব্যক্তির দেহ নিঃসৃত এরােসল প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে এই রােগের সংক্রমণ ঘটে।

0 Comments