Advertisements
পিরামিড কোথায় দেখতে পাওয়া যায় ? এগুলি কেন গড়ে তােলা হয় ?
উত্তর: মিশর (বর্তমান ইজিপ্ট) দেশে পিরামিড দেখতে পাওয়া যায়। মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরও মানুষের একটি জীবন আছে। শবদেহ যাতে নষ্ট না হয় তাই মিশরীয়রা মৃত্যুর পর শরীরের পচনশীল অংশ বের করে শবদেহকে একপ্রকার রসায়নে ডুবিয়ে তাকে মমি করে কফিনবন্দী অবস্থায় মাটির নীচে ঘর বানিয়ে রেখে দিত। পরে সেই সমাধির ওপর পােড়া ইট দিনে পিরামিড বানানাে হত।
0 Comments