Advertisements
বিষুবরেখা ও মূল মধ্যরেখা পৃথিবীকে কি ভাবে ভাগ করেছে? ভাগগুলাের নাম কি?
উত্তর : বিষুবরেখা ও মূল মধ্যরেখা পৃথিবীকে সমান দুটি অংশে বিভক্ত করেছে। n বিষুবরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। উত্তরের ভাগকে উত্তর গােলার্ধ এবং দক্ষিণের ভাগকে দক্ষিণ গােলার্ধ বলে।
## মূল মধ্যরেখা পৃথিবীকে বিষুবরেখার মত সমান দুটি গােলার্ধে বিভক্ত করেছে। পুর্বের ভাগকে পূর্ব গােলার্ধ এবং পশ্চিমের ভাগকে পশ্চিম গােলার্ধ বলে।

0 Comments