Advertisements
উপহ্রদ কাকে বলে ?
উত্তর: যে জলভাগের তিন-দিক স্থল দ্বারা বেষ্টিত এবং এক- ওর দিক মূল জলভাগের বা সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে তাকে উপহদ বলে। যেমন- ভারতের পূর্ব উপকূলের চিল্কা একটি উপহ্রদ উপহ্রদগুলি সমুদ্রে উন্মুক্ত হয় বলে এদের জল লবণাক্ত।
0 Comments