Advertisements
স্থানীয় সময় বলতে কি বুঝায়?
উত্তর : কোন দ্রাঘিমায় অবস্থিত কোন স্থানের মধ্যাহ্ন সূর্যের উন্নতি লক্ষ্য করে যে সময় নির্ধারণ করা হয় সেই সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে কোন স্থানের মধ্যরেখা যখন সুর্যের সম্মুখবর্তী হয় তখন সেখানে সূর্যকে ঠিক শিরােবিন্দুতে (মধ্যাকাশে) দেখা যায় এবং তখন সেখানকার সময় হয় বেলা ১২টা। একদিনের মধ্যাহ্ন থেকে পরবর্তী দিনের মধ্যাহ্ন পর্যন্ত সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা। এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়।

0 Comments