Advertisements
'থ্যালাসেমিয়া (Thalassemia) শব্দের অর্থ কী? এই রােগের প্রধান কারণ কী?
'থ্যালাসেমিয়া কথাটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থ্যালাসা (Thalassa) থেকে, যার অর্থ সমুদ্র। ভূমধ্যসাগরীয় অঞ্চলের অধিবাসীরা প্রথম এই রােগের আক্রান্ত হওয়ায় এরূপ নামকরণ হয়েছিল। রােগটির প্রধান কারণ : মানুষের ক্ষেত্রে 16 নং শ্রামােজোমে অবস্থিত (-বিন এবং 11 নং ক্রোমােজোমে অবস্থিত B-গাভিন-এই জিনদুটির ত্রুটির ফলে থ্যালাসেমিয়া রােগটি হয়।
0 Comments