Advertisements
প্রতীপ ঘূর্ণবাত বলতে কি বুঝায় ?
উত্তর : হিমমণ্ডল এবং নাতিশীতােষ্ণ মণ্ডলের অন্তর্গত অল্প পরিসর স্থানের বায়ু শীতল হয়ে উচ্চচাপ কেন্দ্র গঠিত হলে সেখান থেকে বায়ু নিম্নগামী ও বহির্মুখী হয়ে ঘুরতে ঘুরতে নিম্নচাপের দিকে যায়। একে প্রতীপ ঘূর্ণবাত বলে। ঘূর্ণবাত উত্তর গােলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গােলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামাবর্তে অগ্রসর হয়।
উত্তর : হিমমণ্ডল এবং নাতিশীতােষ্ণ মণ্ডলের অন্তর্গত অল্প পরিসর স্থানের বায়ু শীতল হয়ে উচ্চচাপ কেন্দ্র গঠিত হলে সেখান থেকে বায়ু নিম্নগামী ও বহির্মুখী হয়ে ঘুরতে ঘুরতে নিম্নচাপের দিকে যায়। একে প্রতীপ ঘূর্ণবাত বলে। ঘূর্ণবাত উত্তর গােলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গােলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামাবর্তে অগ্রসর হয়।
0 Comments