Ad Code

মাটিদূষণের কুফলগুলি আলােচনা করাে




Advertisements

 মাটিদূষণের কুফলগুলি আলােচনা করাে। 

>> মাটিদূষণের কুফলগুলি হল যথাক্রমে

∆∆ মাটিতে রাসায়নিক পদার্থ মিশে-থাকার কারণে মাটি অনুর্বর হয়ে পড়ে, এর ফলে শস্য উৎপাদন ব্যাহত হয়।

কখনাে-কখনাে খেতের সমগ্র ফসল ধ্বংস হয়ে যায়। কখনও আবার উর্বর জমি পতিত জমিতে পরিণত হয়। 

∆∆ মাটির গঠনগত পরিবর্তনের ফলে সেই মাটিতে অসংখ্য উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। মাটিদূষণের ফলে মাটিতে বসবাসকারী জীবেরা আর সেখানে বাঁচতে পারে না। এভাবে বিভিন্ন জায়গায় উদ্ভিদ ও প্রাণীগােষ্ঠী ধ্বংসের সম্মুখীন হয়।

∆∆ পেস্টনাশক, পতঙ্গনাশক এবং আগাছানাশকে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ পাতা ও ফলে সঞ্চিত থাকে। যখন বিভিন্ন প্রাণী-সহ মানুষগণ এই সবজি ও ফল দীর্ঘদিন ধরে খাদ্য হিসেবে গ্রহণ করে তখন এইসব রাসায়নিক পদার্থ মানুষ-সহ অন্যান্য প্রাণীর দেহে জমতে থাকে এবং স্বাস্থ্যসমস্যা ঘটায়। 

∆∆ মৃত্তিকাদূষণের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ (নাইট্রেট, আর্সেনিক ইত্যাদি) মাটির গভীরে গিয়ে ভৌমজলের সঙ্গে মেশে এবং জলদূষণ ঘটায়। এভাবে পানীয় জল দূষিত হয়ে পড়ে।

∆∆ ল্যান্ডফিলে ফেলা বিভিন্ন বর্জ্যবস্তুর বিয়ােজনের ফলে সালফার ডাইঅক্সাইড জাতীয় ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যা বায়ুদূষণ ঘটায়।

∆∆দূষিত মৃত্তিকা থেকে বিভিন্ন রােগের জীবাণু উদ্ভিদ, প্রাণী ও মানুষের দেহে ছড়িয়ে পড়ে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments