Advertisements
কোন্ গ্যাসটি হাইড্রোকার্বনের সরলতম রূপে প্রকৃতিতে পাওয়া যায়?
উত্তর- উচ্চ তাপ ও চাপে ভূগর্ভস্থ জৈব পদার্থের ক্রম বিবর্তনের ফলে বিভিন্ন আণবিক গঠনের হাইড্রোকার্বনের মিশ্রণে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়, যা পেট্রোলিয়াম ন্যাসের কাছাকাছি থাকে। প্রাকৃতিক গ্যাস কতকগুলি হালকা জুবলনক্ষম গ্যাসের মিশ্রণ নার মধ্যে প্রধান হল মার্স গ্যাস বা মিথেন। এর সঙ্গে স্বল্প পরিমাণ ইথেন, প্রপেন, বউটেন, সামান্য কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন ও অক্সিজেন মিশে থাকে, প্রাকৃতিক সে খুব
গ্যাস এ অল্পমাত্রায় গন্ধক বা সালফার থাকায় এবং গ্যাসটি হাইড্রোকার্বনের সরলতম রুপে পাওয়া যায়।

0 Comments