Advertisements
যােগ্যতমের উদবর্তন
অনুকূল প্রকরণযুক্ত জীবেরাই জীবনসংগ্রামে জয়ী হয় এবং তারাই যােগ্যতম বলে বিবেচিত হয়। এইভাবে বাঁচার যােগ্য জীব বলে বিবেচিত হওয়াকেই যােগ্যতমের উদবর্তন বলে। অপরদিকে প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা জীবন সংগ্রামে পরাজিত হয়ে ধীরে ধীরে পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায় বড়াে লােমওয়ালা কুকুর শীতপ্রধান। পরিবেশে বাঁচার যােগ্য হলেও গ্রীষ্মপ্রধান পরিবেশে বাঁচার অযােগ্য, আবার ছােটো লােমওয়ালা কুকুর গ্রীষ্ম-প্রধান পরিবেশে বাঁচার যােগ্য। হলেও শীতপ্রধান পরিবেশ বাঁচার অযােগ্য।
0 Comments