Advertisements
BMR নিয়ন্ত্রণে হরমােনের ভূমিকা উল্লেখ করাে।
উত্তর:
বেশ কিছু হরমােন কলাকোশে অক্সিজেনের গ্রহণ, শক্তি উৎপাদন বাড়িয়ে বেশি পরিমাণে তাপশক্তি উৎপাদন করে। এই কারণেই হরমােনের প্রভাবে মৌল বিপাকীয় হার (BMR) বৃদ্ধি পায়। এই কাজে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, পুং যৌন হরমােন টেস্টোস্টেরন সাহায্য করে। এই হরমােনগুলির ক্ষরণ কম হলে |BMR কমে যায় আবার ক্ষরণ বেশি হলে BMR বৃদ্ধি পায়।
0 Comments