Advertisements
পনস- এর সংজ্ঞা দাও ? এর কাজ কী?
উত্তর-
পশ্চাদমস্তিষ্কের যে-অংশটি লঘুমস্তিষ্কের সামনে এবং সুষুম্নাশীৰ্ষকের ওপরে অবস্থান করে মস্তিষ্ক ও সুষুম্নাশীৰ্ষককে যুক্ত রাখে, তাকে পন্স বলে।
পনস-এর কাজ
- শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে।
- এটি রিলে স্টেশন হিসেবেও কাজ করে।
0 Comments