Advertisements
ভু-পূষ্ঠের সমান্তরালভাবে যদি উষ্ণ ও শীতল বায়ু পরস্পরের দিকে মুখােমুখি এগিয়ে আসে তাহলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে যেখানে সংঘর্ষ ঘটে সেই স্থানের বায়ুমণ্ডলে আলােড়ন সৃষ্টি হয় এবং মূর্ণবাতের সুচনা ঘটে। শীতল বায়ুস্তর ভারী বলে তখন নিচের দিকে চলে যায় এবং উষ্ণ বায়ুস্তর হালকা বলে শীতল বায়ুস্তরের ওপরের ঢাল বরাবর ওপরে উঠে যায়। এইভাবে উষ্ণ বায়ুস্তর যতই ওপরে ওঠে ততই প্রসারিত ও শীতল হয় এবং অবশেষে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এইভাবেই মূর্ণবাত জনিত বৃষ্টিপাত হয় এবং নাতিশীতােষ্ণ অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত বেশি হয়।
0 Comments