Advertisements
বৃষ্টিপাত যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার নাম বৃষ্টিমাপক যন্ত্র বা রেনগজ। যন্ত্রটিতে ১৩ সেমি. বা ৫ ইঞ্চি ব্যাসযুক্ত একটি চোঙের মধ্যে একটি ৫ ইঞ্চি বা ১৩ সেমি. ব্যাসের কুপি বা ফানেল (funnel) এমনভাবে বসানাে থাকে, যাতে কুপির মধ্যে পড়া বৃষ্টির জল একটুও নষ্ট না হয়ে ভেতরের বােতলে গিয়ে জমা হয়। বাইরের জলের ছিটে যাতে ভেতরে না পড়ে, তাই যন্ত্রটি ভূমি থেকে প্রায় ১ ফুট ওপরে রাখা হয়। ২৪ ঘণ্টা বা নির্দিষ্ট সময় পরে বােতলে যে পরিমাণ বৃষ্টির জল জমে, তা একটি নির্দিষ্ট দাগযুক্ত পরিমাপক চোঙের (cylinder) মধ্যে ঢেলে বৃষ্টিপাত পরিমাপ করা হয়।

0 Comments