Advertisements
গ্রেগর জোহান মেন্ডেল একসংকর জননের পরীক্ষার মাধ্যমে পৃথক ভবন সূত্র এবং দ্বিসংকর জননের পরীক্ষার মাধ্যমে স্বাধীনবিন্যাস সূত্রটি আবিষ্কার করেন। তিনি বংশগতি সম্পর্কে এক যুগান্তকারী মতবাদ প্রবর্তন করেন যার গুরুত্ব জীবন বিজ্ঞানে অপরিসীম। তাঁর এই কাজের জন্য তাকে সুপ্রজননবিদ্যার জনক বলা হয়।

0 Comments