Advertisements
প্রত্যেকটি জীবের একটি প্রধান বৈশিষ্ট্য হল বৃদ্ধি। বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোশগুলি বিভাজিত হয়ে বহুসংখ্যক কোশ সৃষ্টি করে। কোশগুলি ক্রমাগত জলগ্রহণ বা কোষের মধ্যে থাকা সজীব বস্তুর সংশ্লেষের ফলে কোষের আকার, আয়তন অপরিবর্তনীয়ভাবে বৃদ্ধি পায়। কোশগুলি বিশেষত্বপ্রাপ্ত হয় এবং বিভিন্ন কলায় বিভেদিত হয়।
0 Comments