Advertisements
গ্যাসের প্রসারণে তাপমাত্রা ও চাপের উল্লেখ করা হয় কেন ব্যাখ্যা করাে।
উত্তর: গ্যাসের প্রসারণের বৈশিষ্ট্য এই যে, তাপমাত্রার পরিবর্তনে যেমন গ্যাসের প্রসারণ ঘটে, চাপের পরিবর্তনেও তেমনি গ্যাসের আয়তন প্রসারিত বা সংকুচিত হয়। চাপ প্রয়ােগে কঠিন ও তরলের আয়তন পরিবর্তন এতই কম যে তা অগ্রাহ্য করা হয়। কিন্তু তাপমাত্রা স্থির রেখে চাপের সামান্য পরিবর্তনে গ্যাসের আয়তনের যথেষ্ট পরিবর্তন হয়। আবার চাপ স্থির রেখে তাপমাত্রার পরিবর্তন করলেও গ্যাসের আয়তনের যথেষ্ট পরিবর্তন হয়। তাই গ্যাসের আয়তন প্রসারণ আলােচনা করতে গেলে চাপ ও তাপমাত্রা উভয়েরই উল্লেখ
0 Comments