Advertisements
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন, লাস্ট মিনিট সাজেশন - পার্ট - ৩
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (7 Marks)
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (7 Marks)
১. ওলিয়াম কি? লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন কেনো?
২. পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির বিক্রয়ার সমিত সমীকরণ ও গ্যাস সংগ্রহ পদ্ধতি লেখো। উৎপন্ন H2S গ্যাসকে জলীয় বাষ্প মুক্ত করতে গাঢ় H2SO4 অনার্দ্র CaCl2 বা পোড়াচুন ব্যবহার করা হয় না কেন?
৩. কিভাবে HCl, HNO3 এবং H2SO4 অ্যাসিডকে শনাক্ত করবে? অ্যামোনিয়া একটি ক্ষারীয় প্রকৃতির যৌগ তা কিভাবে প্রমান করবে। উত্তপ্ত CuO এর উপর দিয়ে কোন গ্যাস চালোনা করলে N2 উৎপন্ন হয়?
৪. লেড নাইট্রেট এর স্বচ্ছ জলীয় দ্রবনে H2S গ্যাস চালোনা করলে কি হবে? অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতি লেখো।
৫. উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালোনা করলে কি হবে। H2S কে P2O5 দ্বারা শুষ্ক করা হয় কেনো?
২. পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির বিক্রয়ার সমিত সমীকরণ ও গ্যাস সংগ্রহ পদ্ধতি লেখো। উৎপন্ন H2S গ্যাসকে জলীয় বাষ্প মুক্ত করতে গাঢ় H2SO4 অনার্দ্র CaCl2 বা পোড়াচুন ব্যবহার করা হয় না কেন?
৩. কিভাবে HCl, HNO3 এবং H2SO4 অ্যাসিডকে শনাক্ত করবে? অ্যামোনিয়া একটি ক্ষারীয় প্রকৃতির যৌগ তা কিভাবে প্রমান করবে। উত্তপ্ত CuO এর উপর দিয়ে কোন গ্যাস চালোনা করলে N2 উৎপন্ন হয়?
৪. লেড নাইট্রেট এর স্বচ্ছ জলীয় দ্রবনে H2S গ্যাস চালোনা করলে কি হবে? অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতি লেখো।
৫. উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালোনা করলে কি হবে। H2S কে P2O5 দ্বারা শুষ্ক করা হয় কেনো?
ধাতুবিদ্যা (5 Marks)
১. আয়রন, কপার ও জিঙ্কের দুটি আকরিকের নাম ও সংকেত লেখো।
২. থার্মিট মিশ্রণ কি? এর ব্যবহার লেখো। খনিজ ও আকরিকের পার্থক্য লেখো।
৩. মরিচার সংকেত কী? মরিচা নিবারনের উপায় লেখো। থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের সমীকরণ লেখো।
৪. ‘সব আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সকল খনিজ পদার্থই আকরিক নয়’ –ব্যাখ্যা করো।
৫. কপারের তৈরি জিনিস আদ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ হয়ে যায় কেনো? অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাত্রে আচার খাওয়া উচিত নয় কেনো?
৬. ধাতুসংকর কাকে বলে? এর ব্যবহারের সুবিধা কি? পিতলের উপাদান কি কি?
২. থার্মিট মিশ্রণ কি? এর ব্যবহার লেখো। খনিজ ও আকরিকের পার্থক্য লেখো।
৩. মরিচার সংকেত কী? মরিচা নিবারনের উপায় লেখো। থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের সমীকরণ লেখো।
৪. ‘সব আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সকল খনিজ পদার্থই আকরিক নয়’ –ব্যাখ্যা করো।
৫. কপারের তৈরি জিনিস আদ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ হয়ে যায় কেনো? অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাত্রে আচার খাওয়া উচিত নয় কেনো?
৬. ধাতুসংকর কাকে বলে? এর ব্যবহারের সুবিধা কি? পিতলের উপাদান কি কি?
জৈব রসায়ন (8 Marks)
১. C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেনো? CNG – এর একটি ব্যবহার লেখো।
২. PVC ও টেফলনের মনোমার দুটির নাম লেখো। একই আনবিক সংকেত C2H6O, C3H8O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো।
৩. পরিবর্তন করো : HC≡CH →Br2CHCHBr2 / CH4 →CH3Cl
৪. IUPAC নামকরণ করো : CH3COOH, CH3CH2CHO, CH3OH, CH3COCH3, । কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও। গঠনগত সমবয়বতা কাকে বলে ?
৫. মিথেন কী শর্তে Cl2 এর সঙ্গে বিক্রিয়া করবে? বিক্রিয়ার সমীকরণ উল্লেখ করো। এস্টারিফিকেশন বিক্রিয়ার উদাহরণ দাও। কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয়?
২. PVC ও টেফলনের মনোমার দুটির নাম লেখো। একই আনবিক সংকেত C2H6O, C3H8O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো।
৩. পরিবর্তন করো : HC≡CH →Br2CHCHBr2 / CH4 →CH3Cl
৪. IUPAC নামকরণ করো : CH3COOH, CH3CH2CHO, CH3OH, CH3COCH3, । কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও। গঠনগত সমবয়বতা কাকে বলে ?
৫. মিথেন কী শর্তে Cl2 এর সঙ্গে বিক্রিয়া করবে? বিক্রিয়ার সমীকরণ উল্লেখ করো। এস্টারিফিকেশন বিক্রিয়ার উদাহরণ দাও। কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয়?
0 Comments